পিটিটিসি ব্যাজঃচ্যাম্পিয়ন পর্যায়:তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা
গত ২১ শে জানুয়ারি ২০২১ তারিখে আমি মোঃ ওসমান গনি শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর চ্যাম্পিয়ন পর্যায়ের বাস্তবিক কাজ তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এর কাজ সম্পন্ন করি। আমার সাথে ছিল স্কাউট শিহাব বাবু (প্রেসিডেন্ট স্কাউট), হুমায়ুন কবীর নয়ন,আলামিন হোসেন, সোহান রেজা সাজিন প্রমুখ।
আমরা বিভিন্ন পরিবার এবং স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং এর ব্যবহার যেন না করে এজন্য তাদের সচেতন করি।এসময় এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং মুরুব্বিরা আমাদের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সহযোগিতা করেন। সাথে সাথে সবাই প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অঙ্গীকার করেন। প্লাস্টিক মাটি দূষণ করে, ফসলি জমির ফসল কমায়,বায়ুদূষণ করে,সাগর নদী পুকুর তথা জলদূষণ করে। প্লাস্টিক জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই আমাদের সবার প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প দ্রব্য ব্যবহার করতে হবে।