পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ ২০২০
চট্টগ্রাম জেলা নৌ রোভার ইউনিটের ৪ জন নৌ রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ ২০২০...
চট্টগ্রাম জেলা নৌ রোভার ইউনিটের ৪ জন নৌ রোভার “কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে” বাংলাদেশ নেভাল একাডেমী গেইট থেকে দিঘীনালা খাগড়াছড়ি পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে আজ ২৫/১০/২০২০ ইং তারিখ থেকে যাত্রা শুরু করে। এ উপলক্ষে পরিভ্রমণকারী দলের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন ঘোষণা করেন জনাব মোঃ শাহীন রাজু, জাতীয় উপ কমিশনার (এক্সটেনশন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস ও সৌজন্য সাক্ষাৎ করেন জনাব মশিউর রহমান, জাতীয় উপ কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস।
পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন:
১. নোবেল দাশ (দলনেতা)
২. বেলাল হোসেন (সদস্য)
৩. নাজমুল হাসান সৈকত (সদস্য)
৪. কৌশিক মিত্র (সদস্য)
রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে। ২৫ অক্টোবর ২০২০ইং হতে ২৯ অক্টোবর ২০২০ইং পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা বাংলাদেশ নেভাল একাডেমী গেইট থেকে হাটহাজারী, ফটিকছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, দীঘিনালা পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবে।
"নিয়মিত মাস্ক পড়ুন,
স্বাস্থ্য বিধি মেনে চলুন''
এ স্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এ অংশগ্রহন করবে। ইভটিজিং এর কুফল ও সেই সম্পর্কে সচেতনতা সৃষ্টি, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও হেন্ড সেনিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ সহ সামাজিক কাজে অংশগ্রহন করবে। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে। আগামী ২৯ অক্টোবর ২০২০ইং পরিভ্রমণ শেষ হওয়ার কথা রয়েছে....