
Oxygen Project perform by Bangladesh Scouts Sylhet District Rover
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার Scout of The World Award এর আওতায় মাস ব্যাপি অক্সিজেন প্রোগ্রাম বাস্তবায়ন করে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ রোভার স্কাউট অংশগ্রহণ করে। শতাধিক ফলজ, বনজ,ফুল ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ করেন। ২০ আগস্ট ২০১৯ শুরু করে ২০ সেপ্টেম্বর ২০১৯ কার্যক্রম শেষ হলেও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২১ সেপ্টেম্বর ২০১৯ International day of peace Celebration এর মাধ্যমে। এই সেবামূলক কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে এবং কোমলমতি রোভার স্কাউটদের উৎসাহিত করেন।