ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড -২০১৯ (১৮১)
আলহামদুলিল্লাহ,
মানবতার সেবায় নিয়োজিত থাকায়,
ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড -২০১৯ (১৮১) প্রদানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,
#বাংলাদেশ স্কাউটস।
#বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল।
#বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার।
#দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
এবং যার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, তিনি হলেন দিঃপঃই রোভার স্কাউট গ্রুপের গ্রুপ লিডার, উডব্যজার জনাব মোঃ হাসান আলী স্যার, তার অদম্য ভালোবাসা আর বন্ধুসলভ আচরণের কারনে আজ আমি মানবতার সেবায় নিয়োজিত থাক্তে পেরেছি বলে বাংলাদেশ স্কাউটস আমায় এ অ্যাওয়ার্ড প্রদান করেছেন।
সকলকে ধন্যবাদ।
বং