নবীন বরণ অনুষ্ঠান-২০২০
গত ২৯ ফেব্রুয়ারি ২০২০ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২০২০-২০২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে নতুন রোভার ১৮০ জনকে ভর্তি করানো হয়।বাংলাদেশ স্কাউটস-কে আরও গতিশীল,বেগবান ও শক্তিশালী করে গড়ে তুলতে আমাদের গ্রুপের পক্ষ্য থেকে নবীন বরণ অনুষ্ঠানে নতুন সহচর রোভারদের বরণ করে নেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার স্বামী শফিক রহমান সিদ্দিকী এবং তিনি তার বক্তব্যে রোভারদের দেশ গড়ার লক্ষ্যে নিজেকে কারিগর হিসেবে উল্লেখ করে দেশ সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূরুল মোমেন স্যার এবং তিনি ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।এই উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক নাসিম রেজা স্যার এবং তিনি তার বক্তব্যে রোভারদের রোভারিং কার্যক্রমে নিজেদের সেবায় নিয়োজিত থাকতে বলেছেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে রোভারবৃন্দ ও গার্ল-ইন-রোভারবৃন্দরাও উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে প্রথম সেশনের শুরুতে আলোচনা সভা এবং পরবর্তী সেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুকাবিনয়ের আয়োজন করা হয়।