মুজিব শতবর্ষ ডে-হাইকিং
Profile picture for user anik_bhuiya_1
Bangladesh

মুজিব শতবর্ষ ডে-হাইকিং

"মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে ডে- হাইকিং। স্কাউটিং এর outing কার্যক্রমের অন্যতম হচ্ছে Hiking . মূলত: হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা রাস্তা বা হাইকিং ট্রেইল ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পায়ে হাঁটাকেই হাইকিং বলে I গত ২৬শে মার্চ ২০২১ইং তারিখে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার এর আয়োজনে "মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকায় ডে- হাইকিং অনুষ্ঠিত হয়। উক্ত ডে-হাইকিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন চৌধুরী উডব্যাজার, সহ-সভাপতি ও গ্রুপ স্কাউট লিডার গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ, ডে- হাইকিং পরিচালনা করেন মোঃ বাপ্পি, গ্রুপ প্রতিষ্ঠাতা ও সম্পাদক গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ, সার্বিকভাবে সহোযোগিতা করে অত্র ইউনিটের সিনিয়র রোভার মেট, রোভার মেট ও সিনিয়র উপদল নেতা । সারাদিন ব্যাপী স্কাউট/রোভার স্কাউটদের রোমাঞ্চ্যকর প্রোগ্রামের মধ্য দিয়ে ডে-হাইকিং এর সমাপ্ত ঘোষণা করা হয়। প্রাকৃতিক পরিবেশ ও নানা নিদর্শন পর্যবেক্ষণের মাধ্যমে হাইকিং হৃদ রোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার উন্নত করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, হাড্ডির ডেন্সিটি ঠিক রাখে, কারণ হাইকিং একটি ভার বহনকারী শরীরচর্চা।
Started Ended
Number of participants
47
Service hours
282
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share