মুজিব বর্ষ উপলক্ষে কুষ্টিয়া জেলা রোভারের আন্তঃরোভার ইউনিট বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল পর্ব অনুষ্ঠিত।
রোভারিং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সহযোগিতাপূর্ণ প্রতিযোগিতাশীল মনোভাব বিস্তারে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ ইউনিট বিতর্ক প্রতিযোগিতা ২০২১। বিতর্কের শুদ্ধতার বাতাস ছড়িয়ে দিতে শুরু হয়েছে জেলা পর্যায়ে ইউনিটের সাথে ইউনিটের শ্রেষ্ঠত্বের লড়াই। এরই ধারাবাহিকতায় ১৬ থেকে ১৮ জুন ২০২১ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পি আর মার্কেটিং ও আইসিটি টাস্কফোর্স এর কারিগরি সহায়তা এবং বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভারের আয়োজনে জুম ক্লাউড এর মাধ্যমে অনুষ্ঠিত হলো মুজিব জন্মশতবার্ষিকী বিতর্ক প্রতিযোগিতা-২০২১।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী নাজমুল হোসেন নাজু, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম সেলিম চৌধুরি - সম্পাদক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল,
ডঃ কে.এম.এ.এম সোহেল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া ও সভাপতি কুষ্টিয়া জেলা রোভার। প্রতিযোগিতার মডারেটর হিসাবে যুক্ত ছিলেন তৌফিক আহম্মেদ তাপস সি.এ.এলটি ও এ.কে.এম শামসুল হক, সম্পাদক কুষ্টিয়া জেলা রোভার। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন প্রফেসর
মীর মোশাররফ হোসেন, কমিশনার কুষ্টিয়া জেলা রোভার;
মোঃ আশরাফুল হক, সহকারী অধ্যাপক, ইংরেজি, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ ও রাসনা শারমিন, উপদেষ্টা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, কুষ্টিয়া।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা রোভারের বিভিন্ন ইউনিট থেকে রোভাররা অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ প্রথম, আমলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ দ্বিতীয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ (খ ইউনিট) তৃতীয় স্থাসন অধিকার করে।
শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন কামরুল হাসান রোহিত, দলনেতা, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ।