মহাতাবু জলসা
"বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০২১"
তাং-১৬/০৩/২০২১ইং
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত দীক্ষা ক্যাম্প "মহা তাঁবু জলসা" উদ্বোধনী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
প্রধান অতিথি,
জনাবঃ আই কে সেলিম উল্লাহ খোন্দকার
এক্সটেনশন স্কাউটিং ( জাতীয় কমিশনার )
বাংলাদেশ স্কাউটস।
বিশেষ অতিথি,
জনাবঃ মোহাম্মদ এনামুল হক খান, এলটি।
কমিশনার
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার।
জনাবঃ সৈয়দ জাহাঙ্গীর আলম, পিআরস,এএলটি।
সম্পাদক
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার।
জনাবঃ মুহিদুল ইসলাম ভূঁইয়া
জৈষ্ঠ্য সদস্য, কলেজ পরিচালনা পর্ষদ।
সভাপতি
অধ্যক্ষ সৈয়দ জাফর আলী স্যার
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ।
সম্পাদক
মর্জিনা বেগম ম্যাম
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ।
রোভার স্কাউট লিডার
মাহফুজুর রহমান স্যার
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ রোভার স্কাউট গ্রুপ।
এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষক মন্ডলী।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন
ঢাকা জেলা রোভার মেট প্রতিনিধি বিন্দু।