Profile picture for user Nasim_ahmmed_1212_1
Bangladesh

মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০, রাজশাহী জেলা রোভার

রাজশাহী জেলা রোভার এর উদ্যোগ এ জেলা রোভার এর কার্যক্রম আরও বেগবান ও জেলার সকল রোভারকে দক্ষ করে গড়ে তোলার সাথে সাথে সকল রোভারকে দক্ষ শান্তির বার্তা বাহক হিসেবে তৈরির উদ্দেশ্যে "লোকাল কো-অর্ডিনেটর, এমওপি, ৫ম ব্যাচের" সহোযোগিতায় ১০-১১ নভেম্বর ২০২০ এ দুইদিন ব্যাপি "মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০" এর আয়োজন করা হয়। এই ওয়ার্কশপ সম্পন্ন হয় ভার্চুয়াল এর জুম এপ্স এর মাধ্যমে। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ৫৭ জন পার্টিসিপ্যান্ট। বিভিন্ন প্রশিক্ষণ, মত বিনিময়, প্রশ্ন-উত্তর এর মধ্য দিয়ে এই ওয়ার্কশপ এর কার্যক্রম সম্পন্ন হয়। এই ওয়ার্কশপকে দুই ভাগে বিভক্ত করা হয়। ১ম দিনে মেসেঞ্জার অফ পিস সম্পর্কে ধারণা প্রদান করে প্রশিক্ষণ দেওয়া হয় সকল রোভারদের। এবং ২য় দিন হাতে কলমে কিভাবে কাজ করতে হয় সেটার প্রশিক্ষন দেওয়া হয়। সকল রোভারদের আরও দক্ষ করে গড়ে তূলে রাজশাহী জেলা রোভারকে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকার প্রদান করে রাজশাহী জেলা রোভার কমিশনার স্যার দুইদিনের ওয়ার্কশপ এর সমাপ্তি ঘোষণা করেন।
Started Ended
Number of participants
57
Service hours
684
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Partnerships
Growth

Share via

Share