মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০ এর ২য় ও সমাপনী দিন
রাজশাহী জেলা রোভার স্কাউট কতৃক আয়োজিত মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০ এর ২য় দিনের ও সমাপনী অনুষ্ঠান জুম এপ্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠান শুরু হয়েছিলো দুপুর ২ঃ৪৫ মিনিটে ও শেষ হয়েছে ৬ঃ৪০ মিনিট এ। আজকের এই অনুষ্ঠান শুরু হয় স্কাউট প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে। আজকের এ অনুষ্ঠানে জেলার রোভার এর দায়িত্বপ্রাপ্ত সম্মানীয় স্যার, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের আর এস এল স্যার ও ম্যাম, রাজশাহী জেলার রোভার ও গার্ল-ইন রোভাররা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রশিক্ষণ মুলক কার্যক্রম এর মধ্য দিয়ে, বিভিন্ন মত বিনিময় ও প্রশ্ন-উত্তর পর্ব এর মধ্য দিয়ে আজকের এই মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ-২০২০ এর সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়।