মেসেঞ্জার অফ পিস অর্জনের জন্য ওয়ার্কশপ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ এই ওয়ার্কশপ এর আয়োজন করে।এসময় ইউনিট লিডার, সিনিয়র রোভারমেট, রোভারমেট,সহকারী রোভারমেট সহ আরও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। মেসেঞ্জার অফ পিস ও রিং ব্যাজ অর্জন পদ্ধতি ছাড়াও SDG এর বিভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।