মাস্ক বিতরন
এই করোনাকালীন সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতেই "সকলেই মাস্ক পরি, করোনাকে জয় করি" এই মূল সুরে গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের রোভার, গার্ল ইন রোভার এবং রোভার স্কাউট লিডার।
বাংলাদেশ স্কাউটস এর সহায়তায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং গাজী গ্রুপ এই মহৎ উদ্যোগ গ্রহণ করে।
এই মাস্ক বিতরণ নিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।
সারাবাংলাঃ
https://sarabangla.net/post/sb-497435/
প্রথম আলোঃ https://epaper.prothomalo.com/?mod=1&pgnum=6&edcode=71&pagedate=2020-12-20