মাসিক এস আর এম মিটিং ২০২০
Profile picture for user gbcrubel_1
Bangladesh

মাসিক এস আর এম মিটিং ২০২০

১ম বারের মতো অনলাইন মিটিং জুম এর মাধ্যমে অনুষ্টিতো হলো ঢাকা জেলা রোভারের এস আর এম মিটিং। এই মিটিং ৮০ জন এর মতো এস আর এম অংশগ্রহন করেছিলেন বিভিন্ন দল এর। এছাড়াও মিটিং এ উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার এর সম্পাদক মু.ওমর আলী, গ্রুপ সভাপতি প্রতিনিধি ড.আবু রেজা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর, এস এল ও কোষাধ্যক্ষ মুমিত আল রশিদ, ও সহকারী কমিশনার বাদশাহ আলমগীর। মিটিং এ আমাদের দেশের এই পরিস্থিতিতে করনীয় বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়।মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয় বিভিন্ন দলের রোভার যাদের সহযোগীতার প্র‍য়োজন তাকে কিভাবে সহযোগীতা করা যায়। মিটিং এ বাংলাদেশ স্কাউটস এর উল্লেখিত এ সময়ে করনীয় বিভিন্ন বিষয় সর্ম্পকে জানানো হয়। মিটিং এ আরো জানানো হয় যে রোভারদের এই অলস সময় কে কাজে লাগিয়ে কিভাবে নিজেকে আরো দক্ষ করে তোলা যায়। তাদের জেলা থেকে আয়োজন করা বিভিন্ন কোর্স সর্ম্পকে জানানো হয় ও তাতে অংশগ্রহণ এর পদ্ধতি সর্ম্পকে বলা হয়। পরিশেষ এ নিজে সচেতন থেকে দলের বাকিদের খোজ খবর নেওয়ার কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে মিটিং সমাপ্ত করা হয়। Gallery
Number of participants
105
Service hours
525
Topics
Youth Programme
Personal safety
Good Governance
Legacy BWF
Partnerships

Share via

Share