মানবাধিকার, নিরাপদ পানি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা
সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ পানি,সুরক্ষা বিষয়ে সচেতন করা এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য ছিল।
স্বাধীনতার অর্ধশতাব্দী উদযাপন উপলক্ষে সমতট মুক্ত স্কাউট গ্রুপ এর গৃহীত বিশেষ কর্মসূচি "এবং পঞ্চাশ..." এর অংশ হিসেবে সমতট ইতোমধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে বছরব্যাপী বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন এর অধিকার প্রকল্পের শিশুদের গত ১২ ও ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে সমতটের রোভার সদস্যরা মানবাধিকার এবং নিরাপদ পানি ও সুরক্ষা বিষয়ক কর্মশালা পরিচালনা করে।
#ChildRights
পথশিশুরা নিরাপদ পানি ও স্স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জানতে পারে ও তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।
পথশিশুরা নিরাপদ পানি ও স্স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে জানতে পারে ও তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।