Profile picture for user sompa_gosg
Bangladesh

মাহে রমজানে অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। মুসলিমদের একটি অন্যতম এবাদত হল রোজা। ধনী গরিব সকলের রমজান মাসের রোজা পালন করে। বাংলাদেশে অনেক গরিব আছে যাদের সেহরি বা ইফতারি খাওয়ার সমর্থ নেই। সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে ভালোমতো ইফতার করতে পারে না। তাদের একবেলা ইফতার করিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই কাজটি করেছি
আমরা দশজন মিলে শাহজাহানপুরে গরিব দুঃস্থদের মাঝে ইফতার বিতরণী করেছি। আমাদের চারপাশে অনেক রোজাদার আছে যারা আর্থিক সমস্যার জন্য যথাযথভাবে ইফতার করতে পারেনা তাই আমরা চেষ্টা করেছি তাদেরকে একটি উপহার স্বরূপ ইফতার দেওয়ার।
ক্ষুধার জ্বালা মানুষকে কত কষ্ট দেয় তা নিজের চোখে না‌ দেখলে বিশ্বাসী করতাম না। আমি দেখেছি পেটে ক্ষুধা নিয়েও আমাদের চারপাশের মানুষরা সারাদিন কত কষ্ট করে, কত পরিশ্রম করে। তাদের কাছ থেকে আমি শিখেছি দৃঢ় হওয়া, যে কোন প্রতিকূল পরিবেশে শক্ত হয়ে নিজের দায়িত্ব পালন করা।
Started Ended
Number of participants
1
Service hours
54
Beneficiaries
1200
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Humanitarian action
Peacebuilding

Share via

Share