খুলনা ও বরিশাল বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ-২০২১
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে অনলাইন জুম ক্লাউড এ্যাপসের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রকল্প) ও সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় মোঃ মোহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপ-কমিশনার (প্রকল্প) আবু সালেহ মহিউদ্দিন।
ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ. কে. এম. সেলিম চৌধুরী এবং ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) হেদায়েতুল ইসলাম প্রিন্স ।
ওয়ার্কশপ সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক, ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ -পরিচালক পি.আর.এস. আবুল খায়ের, বাংলাদেশ স্কাউটস এর উপ- কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মোঃ ইয়াসিনুর রহমান রাকিব সহ মোঃ আওলাদ মারুফ
( আহ্বায়ক পিআর মার্কেটিং ও আইসিটি টাস্কফোর্স বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল)
উক্ত ওয়ার্কশপে বরিশাল ও খুলনা বিভাগের প্রায় ১০০ জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করে।