খিলগাও আগুন নেভানো।
ভয়াবহ একটি অভিজ্ঞতা অর্জন কোরলাম আজ। আজকের খিলগাঁও বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা সবার সাথে নিঃশ্বার্থে কাধে কাধ মিলিয়ে সেবা প্রদান করেছি।
সত্যি কথা বলতে কি রোভারদের অন্য কারো দ্বারা অনুপ্রানিত হওয়ার প্রয়োজন হয় না তারা নিজেরাই এক একটি অনুপ্রেরনা। যদি তা নাই হয় তবে শবে মেরাজ থাকার কারনে রোভার রা ক্লান্ত থাকা সর্তেও রাত ৩:৩০ মিনিটে সামান্য একটি ফোন কল পেয়ে হাতের কাছে যা কিছু পেয়েছে তা নিয়ে সেবা দিতে যাওয়া খুব সোজা কথা নয়।
অনেক পরিশ্রমের কাজ হলেও সবাই তার সাধ্যের বেশি সেবা প্রদান করেছেন। জেলা সম্পাদক জনাব নাজমুল হক টিটু স্যারের নেতৃত্বে সকাল ৮ঃ২৩ মিনিটে কাজের সফল পরিসমাপ্তি ঘটে।