ক্ষুধা মুক্তি: মে দিবসে শ্রমিকদের খাবার বিতরণ

দিন মজুর মানুষ যারা খাবার কিনে খেতে পারে না তাদের জন্য আমাদের কিছু করার চিন্তা থেকে আমাদের এই কাজ করার ইচ্ছা হয়।আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে পানি বিতরণ ২০২৫ মে দে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতিবছর পহেলা মে তে অনুষ্ঠিত হয়। আজ এই দিন টি আখাউড়ার শ্রমিকদের জন্য খাবার পানি ও খাদ্যদ্রব্য বিতরনের মাধ্যমে পালন করেছি।
অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ হতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত খাবার পানি ও খাদ্য দ্রব্য বিতরণ কাজে নিযুক্ত হয়েছি। আমরা যারা প্রতিদিন নিয়মিত খাবার পাই, হয়ত বুঝতে পারি না যে কিছু মানুষ দিনের শেষে একবেলার আহারের জন্য কত সংগ্রাম করে। এই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিই এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার এর ব্যবস্থা করে নিজেরা ৩০০ প্যাকেট করি।ব্যাগ এ করে সুন্দর করে বেধে বের হই এবং রিকশাওয়ালা, গার্মেন্টসকর্মী,অসহায় মানুষদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, ছোট একটি উদ্যোগও কারো জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আমরা সবাই চাইলেই আমাদের অবস্থান থেকে যতটুকু পারি, ততটুকু করে এগিয়ে আসতে পারি। এই সমাজ আমাদের সকলের, আমাদের একটু যত্ন, ভালোবাসা আর সহানুভূতিই গড়ে উঠতে পারে এক মানবিক পৃথিবী।
Number of participants
1
Service hours
5
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Humanitarian action

Share via

Share