
ক্রু মিটিং
স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, ময়মনসিংহ এর আয়োজনে ১৬ অক্টোবর ২০২০ (শুক্রবার), সকাল ১০ টায় নিজ ডেন প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম; সম্পাদক জনাব এস. এম এমরান সোহেল, পিআরএস; স্কাউট ইউনিট লিডার এডভোকেট মতিউর রহমান ফয়সাল, পিএস; রোভার স্কাউট লিডার জনাব মোঃ রেজাউল করিম, পিআরএস।
কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক কর্মশালার মূল উদ্দেশ্য হলো, সঠিকভাবে অনলাইনে স্কাউটিং সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং নির্ভুল ও তথ্য নির্ভর পোস্ট করা। যাতে সর্বস্তরের জনগণ স্কাউটিংয়ে যোগদান করতে আগ্রহী হয়।
কর্মশালায় অধিবেশন পরিচালনা করেন, বাংলাদেশ স্কাউটস এর মিডিয়া টিমের সদস্য ও গ্রুপের সিনিয়র রোভার মেট (ক দল) মোঃ সাকিব, পিএস এবং সহকারী রোভার মেট নূরে আলম পূর্ণ চৌধুরী।
কর্মশালায় গ্রুপের স্কাউট, রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা অংশগ্রহণ করেন। সবশেষে, সকলের মঙ্গল কামনা করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।