করোনা কালীন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর আয়োজনে অনলাইন হলিডে ক্যাম্প
Profile picture for user Enamul haque tipu_1
Bangladesh

করোনা কালীন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর আয়োজনে অনলাইন হলিডে ক্যাম্প

কাপ্তাই জেলা নৌ স্কাউটস, অনলাইন স্কাউট হলিডে ক্যাম্প-২০২০ ৩০-৩১ মে, ২০২০ পরিপত্র-১ নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দীর্ঘদিন বাসায় অবস্থান করার ফলে সৃষ্ট মানসিক অবসন্নতা দূর করে কিছুটা আনন্দঘন স্মৃতিময় সময় কাটানোর উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই জেলা নৌ প্রথমবারের মতো "অনলাইন স্কাউট হলিডে ক্যাম্প-২০২০" - এর আয়োজন করতে যাচ্ছে। আমাদের এই ক্যাম্পে সারা বাংলাদেশের সকল কাব,স্কাউট,রোভার এবং সাবেক স্কাউটগন অংশগ্রহণ করতে পারবেন। ক্যাম্প এ অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রোভার স্কাউট ও স্কাউটরা ব্যাক্তিগত এবং কাব স্কাউটরা অভিভাবকের ই-মেইল ব্যবহার করে ৩০ মে, ২০২০ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার পূর্বেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ক) রেজিস্ট্রেশনঃ রেজিস্ট্রেশন এর জন্য Google from এর লিংক : ( https://forms.gle/j9bfhCH9bcayrL928 ) মাধ্যমে করতে হবে। নাম, ইউনিটের নাম, বিএস আইডি(যদি থাকে), রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, ই-মেইল প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সকল তথ্য অংশগ্রহণকারীর ইমেইল এ চলে যাবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সঠিক মোবাইল নম্বর এবং সচল ই-মেইল ব্যবহার করতে হবে। ক্যাম্প চলাকালীন সময় মোবাইল নম্বর এ SMS এর মাধ্যমে তথ্য প্রদান করা হবে সেই সাথে ক্যাম্প শেষ এ ই-মেইল এর মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে। আমাদের এই ক্যাম্পে রয়েছে ০৫ টি আকর্ষণীয় চ্যালেঞ্জ, যেগুলো প্রায় ০২ দিন ধরে উন্মুক্ত থাকবে সকলের জন্য। যার যখন সুবিধা অংশগ্রহণ করতে পারবে। একটি বিশেষ সময়ে থাকবে অনলাইন কুইজ। এছাড়াও আমাদের এই ক্যাম্প এর সকল চ্যালেঞ্জ এ অংশগ্রহণকারী Camp Allrounder দের জন্য বিশেষ পুরষ্কার যা পরবর্তীতে প্রদান করা হবে। আপনার যেকোন সমস্যায় আমরা সারাক্ষণ আছি আমাদের ফেসবুক পেইজে এ। যে কোন প্রয়োজনে আমাদের পেইজ এ মেসেজ দিন। মেসেজ দেয়ার লিঙ্ক-https://www.facebook.com/KaptaiZillaSeaScouts/ খ) উদ্বোধনী অনুষ্ঠানঃ উদ্বোধনী অনুষ্ঠানটি ৩০ মে ২০২০ তারিখ দুপুর ১২ ঘটিকার সময় ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর সম্মানিত জেলা কমিশনার এবং বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাটির ঘাটি অধিনায়ক ‘‘ ক্যাপ্টেন এম এ মুকিত খান ’’, (সি), পিএসসি, বিএন স্যার। # আমাদের ইভেন্ট এর লিংক : https://facebook.com/events/s/online-holiday-camp-2020/796197217454847/?ti=as চ্যালেন্জ ১ : কুইজ কন্টেস্ট (Quiz Contest) : Google Form এর মাধ্যমে কুইজ টেস্ট নেয়া হবে। ৫০টি প্রশ্ন থাকবে ( ৪০টি স্কাউট, ১০টি সাধারন জ্ঞান ) । যার পূর্ণমান থাকবে ১০০ নম্বর। নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে। কুইজের সময়: ৩০ তারিখ দুপুর ১২ টায় লিংকটি উন্মুক্ত করে দেয়া হবে যা ৩১ তারিখ বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ( লিংকে প্রবেশের ১ ঘন্টার ভিতর পরীক্ষা শেষ করতে হবে ) প্রশ্ন পত্রর জন্য লিংক: (প্রোগ্রামমের দিন দেয়া হবে) বিঃদ্রঃ সকল বিজয়ীদের নাম ঘোষনা ও সার্টিফিকেট পিডিএফ আকারে দেওয়া হবে। চ্যালেন্জ ২: # ঘরে বসে আঁকি : প্রতিযোগিরা নিজের ইচ্ছামত মানসম্মত একটি বিষয়ের ছবি অংকর করবে। অংকিত ছবিটি যথাযত রং করে ছবি তোলে আমাদের ইভেন্টে আপলোড দিবে। ছবির র সাথে অবশ্যই যেসকল (#) হ্যাশ ট্যাগ গুলো থাকতে হবে সেগুলো হলোঃ #Drawing_Challenge #Online_scout_holyday_camp_event_2020 #Bangladesh_Scouts #Kaptai_Zilla_Sea চ্যালেন্জ ৩: # আমার গেড়ো দক্ষতা (My Knotting skills ) : এই চ্যালেন্জ টি শুধু মাত্র স্কাউটদের জন্য আমরা আমাদের স্কাউট জীবনে অনেক ধরনের গেরো বা knot শিখেছি। আমরা নিজে যেকোনো দুইটি গেরোর ভিডিও ক্লিপ বানিয়ে আমাদের ফেসবুক ইভেন্টে আপলোড করতে হবে এবং আমাদের কোন বন্ধুকে সেটি ফেসবুকে ট্যাগ করবো পরবর্তী যেকোনো দুইটি গেরো তাকে দিতে বলব এবং তাকেও অন্য কাউকে ট্যাগ করার জন্য অনুরোধ করব। নিজের ওয়ালে পোস্ট করা যাবে (#) হ্যাশ ট্যাগ গুলো ব্যবহার করে ভিডিওটির উপরে ক্যাপশনের সাথে অবশ্যই যেসকল (#) হ্যাশ ট্যাগ গুলো থাকতে হবে সেগুলো হলোঃ #Knotting_Challenge #Online_scout_holyday_camp_event_2020 #Bangladesh_Scouts #Kaptai_Zilla_Sea চ্যালেন্জ ৪: # সচেতনতায় স্কাউটিং (Scouting in Awareness) : করোনা ভইরাস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে।তাই রোভাররা করোনা থেকে বাচার বিভিন্ন পদ্ধতি বা উপায় এই চ্যালেন্জ এ প্রদর্শন করবে।রোভাররা নিজে করোনা সচেতনতা মূলক একটি ভিডিও ক্লিপ বানিয়ে আমাদের ফেসবুক ইভেন্টে আপলোড করতে হবে এবং নিজের ওয়ালে পোস্ট করা যাবে (#) হ্যাশ ট্যাগ গুলো ব্যবহার করে ভিডিওটির উপরে ক্যাপশনের সাথে অবশ্যই যেসকল (#) হ্যাশ ট্যাগ গুলো থাকতে হবে সেগুলো হলোঃ #STAY_HOME #STAY_SAFE #washHandsBeatCorona #Bangladesh_Scouts #Online_scout_Holyday_camp_event_2020 #Bangladesh_Scouts #kaptai_zilla_Se চ্যালেন্জ ৫ : # অনুমানে আমার দক্ষতা (My skill in Estimation): স্কাউট / রোভাররা অনুমানের যে কোন একটি অনুমান পদ্ধতি স্বল্প সমময়ে ভিডিও করে ইভেন্টে আপলোড দিতে হবে।তবে মনে রাখতে হবে যে ভিডিওটিতে পদ্ধতিটি যে খুব ভালো ভাবে বুঝিয়ে দিতে পারবে তাদের থেকে ১ম,২য়,৩য় নির্বাচন করতেরতে হবে।ভিডিও টি আপলোড দেয়র সমময় নিম্ন # ট্যাগ ব্যববহার করতে হবে। #Estimation_Challenge #Online_scout_holyday_camp_event_2020 #Bangladesh_Scouts #Kaptai_Zilla_Sea # ওল্ড স্কাউট রিইউনিয়ন : এই ক্যাম্পে প্রথম বারের মতো কাপ্তাই জেলা নৌ স্কাউটস আয়োজন করতে যাচ্ছে ওল্ড স্কাউট রিইউনিয়ন।অনুষ্ঠানটি ৩০ মে ২০২০ তারিখ রাত ৮টা ৩০০ ঘটিকার সময় “জুম অ্যাপ্লিকেশন” এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং একই সাথে ফেসবুক লাইভ হবে। # স্কাউট ও’ন ও সমাপনী অনুষ্ঠানঃ: স্কাউট ওন জেলা স্কাউট লিডার এর সভাপতিত্ত্বে ৩১ মে ২০২০ তারিখ বিকাল ০৩টা ১৫ ঘটিকার সময় “জুম অ্যাপ্লিকেশন'' এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং একই সাথে ফেসবুক লাইভ হবে। হামদ, নাত ও উপাখ্যান উপস্থাপন করবেন কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট।ওল্ড স্কাউট রিইউনিয়ন এর শেষ এ প্রোগ্রাম কো অর্ডিনেটর ধন্যবাদ প্রদান করবেন এবং ক্যাম্প চীফ সমাপ্তি ঘোষণা করবেন।
Started Ended
Number of participants
712
Service hours
8544
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF

Share via

Share