কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ
আজ ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। দিবসটি উপলক্ষে দেশব্যাপী কনসার্ট আয়োজিত হচ্ছে। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’।
আজ ঢাকায় কনসার্টটি হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়। সেখানে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী মমতাজ বেগম, হার্ড রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস, ব্যান্ড স্পন্দন, কণ্ঠশিল্পী ঐশী ও প্রীতম হাসান। এই কনসার্ট সবার জন্যই উন্মুক্ত, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হবে। কনসার্টটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘নামিদামী অনেকেই থাকছেন এই কনসার্টে। গান গাওয়ার পাশপাশি মানুষকে সচেতনও করবো, যেন যেকোনো কিছু ভাইরাল করা থেকে বিরত থাকে।’