কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর উদ্দ্যেগে বাৎসরিক হাইকিং অনুষ্ঠিত।
কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর উদ্দ্যেগে ০৩/০১/২০২০ তারিখে বাৎসরিক হাইকিং অনুষ্ঠিত।এতে রোভাররা শীলছড়ি মায়াবন স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হতে কর্ণফুলী পেপার মিলস পর্যন্ত দূরত্ব পায়েহেটে অতিক্রম করে এবং দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করে। এতে উপস্থিত ছিলেন জেলা রোভার লিডার সহ অন্যান্য লিডাররা।এতে কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ০৬ টি দল অংশগ্রহণ করে।