জনসচেতনতায় ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন’

জনসচেতনতায় ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন’

দেশের সব নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য ই এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন চলাকালীন ‘যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্লিজ’, ‘অন্তত পক্ষে একটি শিশুকে পরিচ্ছন্নতার শিক্ষা দিন, তার জীবন সুস্থ ও পরিচ্ছন্ন করতে সাহায্য করুন’ ‘খাবার আগে অনুগ্রহ করে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘টয়লেট ব্যবহারের পর অবশ্যই হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন’ ‘সব সময় টয়লেট পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখুন’ প্ল্যাকার্ড হাতে স্কাউটরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সচেতনতা তৈরি করতে চেষ্টা চালায় । ক্যাম্পেইন থেকে সবার প্রতি ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান ও জানানো হয়।
Number of participants
50
Service hours
300
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Partnerships

Share via

Share