জন্ম নিবন্ধন দিবস
সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার সুবিধা ও না করার অসুবিধা মানুষের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উপলক্ষে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। সময় মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোনও বিকল্প নেই। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ তিনগুণ বেশি হওয়ার যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, দেশজুড়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করার ফলে তা হয়নি। বরং এ বছর ডেঙ্গুর প্রকোপ নেই বললেই চলে।’