জেলা সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ ২০২০
জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ২০২০
বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভাররের আয়োজনে ১০/১০/২০২০,রোজ শনিবার দিনব্যাপি সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব সসন্তোষ কুমার এল,টি এবং প্রধান স্কাউটস ব্যক্তিত্ব জনাব মো ফজলে রাব্বী এল,টি এছাড়া জেলার কমিশনার,জেলা সম্পাদক, যুগ্ন সম্পাদক, ডিআরএসএল এবং সিনিয়র রোভারমেটরা।