জাতীয় পতাকা উত্তোলন দিবস ২০২০ এ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভারদের কার্যক্রম
গত ২রা মার্চ ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখে ঐতিহাসিক বটতলায় জাতীয় পতাকা উত্তোলন দিবস ২০২০ সফলভাবে পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন দিবসে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব ড.আবু মো: দেলোয়ার হোসেন। তিনি অনুষ্ঠান শুরুর পূর্বে শ্রোতাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার ছোট রেপ্লিকা এবং জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত লিফলেট প্রদান করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
জাতীয় পতাকা উত্তোলন দিবসে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক এবং প্রধান রোভার স্কাউট লিডার জনাব মাহমুদুর রহমান। জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাসের ডিজাইন করা পতাকা সেলাই করা হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। ২রা মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আ.স.ম আব্দুর রব বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার এবং গার্ল-ইন রোভাররা সফলভাবে জাতীয় পতাকা উত্তোলন দিবসে সেবাদান কার্যক্রম পরিচালনা করেন।