ইউনিট পরিদর্শন
২০২১ সালে ২১ লক্ষ দক্ষ সুদক্ষ স্কাউট গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস জাতীয় স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ বিভাগের ব্যবস্থাপনায় মনিটরিং টিম কর্তৃক গত ২৩-২৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার, সদর, কসবা ও আখাউড়া উপজেলার ২৭ টি কাব, স্কাউট ও রোভার দল পরিদর্শন করা হয়।
সুদক্ষ স্কাউট গড়ে তুলতে আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য আহবান জানাই।স্কাউটিং এর গুনগত মান ধরে রাখতে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি।
ধন্যবাদ মহান আল্লাহ তায়ালা কে, যিনি তার অশেষ রহমতে কাজ শেষ করার সুযোগ দিয়েছেন।
ধন্যবাদ জানাই, জাতীয় কমিশনার (স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) জনাব তৌহিদুল ইসলাম স্যার, জাতীয় উপ কমিশনার (স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) জনাব জিয়াউল হুদা ভাই, জনাব কে এম আশিকুজ্জামান (সহকারী পরিচালক, স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) স্যার কে আমাদের সুযোগ প্রদান করার জন্য।ভবিষ্যতে আরো ভাল কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।