International Day Of Peace Celebration
"International Day Of Peace"উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান রোভার ও গার্ল- ইন রোভার স্কাউটদের অর্থায়নে রোভার ডেনের পাশে একটি বাগান করা হয়। যার নামকরণ করা হয় ""Garden Of Peace "".
উক্ত বাগানে ১৫ জাতের ( ঔষুধি,বাহারি ফুল) ২৭ টি গাছ রোপন করা হয়।
সারাদিন ব্যাপি এই বৃক্ষরোপনে, বৃক্ষরোপন সহ বাগান তৈরী করা হয়।
পৃথিবীটা ভরে উঠুক সবুজে সবুজে।