Profile picture for user Tarek Tusher_1
Bangladesh

ইন্দো বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ প্রোগ্রাম

সম্মানিত সুধী, আপনারা দেখছেন ইন্দো বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ প্রোগ্রাম 'শতবর্ষে মুজিব' ট্যালেন্ট হান্ট এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার এবং মাননীয় কমিশনার, দূর্নীতি দমন কমিশন (দুদক) জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব দেবাদিত্য চক্রবর্তী, রাজ্য চিফ কমিশনার, ভারত স্কাউটস এন্ড গাইডস, পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন জনাব প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
Number of participants
999
Service hours
999
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety

Share via

Share