ঈদুুল ফিতরের যাত্রীসেবা ২০২৪
ঈদুল ফিতরের যাত্রীসেবা ২০২৪
আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যাত্রীদের টিকেট ঠিকাছে কিনা সেটা লক্ষ্য করা। টিকেট কাউন্টার এর সামনে যেন কোন অসাধু উপায়ে টিকেট বিক্রি না হয় সে দিকে লক্ষ্য রাখা।এবং যাত্রীদের ব্যাগ বহন করে তাদের চলাচলে সহায়তা করা।রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা গত ১৪ এপ্রিল ২০২৪ থেকে ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত যাত্রীদের সেবা দিতে পেরেছি।
মানুষের ঈদ যাত্রা বিপদ মুক্ত কষ্ট ছাড়া সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া। যাত্রীদের ভাড়ী ব্যাগ বহন করে তাদের চলাচলে সহায়তা করা। যাত্রীদের যেন কোনোরকম অসুবিধা না হয় সেইদিকে খেয়াল রাখা ও সুশাসন প্রতিষ্ঠা করা
আমরা এই প্রকল্পের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। এ প্রকল্পের মাধ্যমে আমরা রেলওয়ে শত শত যাত্রী এবং তাদের ব্যাগ ও অন্যান্য জিনিস পত্রের নিরাপত্তা দিতে পেরেছি আমাদের এই প্রকল্পের মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে কিভাবে মানুষকে সহযোগিতা করতে হয় মানুষকে কিভাবে নিস্বার্থে সহযোগিতা করা যায়। আমার এই প্রকল্পের মাধ্যমে যাত্রীদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী কে ও সহযোগী করতে সক্ষম হয়েছি তাদের মিশনে।