হাইকিং ও ডে ক্যাম্প ২০২০ ইং
কুষ্টিয়া ইসলামিয়া কলেজে রোভার স্কাউট গ্রুপ। তাদের নবাগত বা সহচর স্তরে রোভারের জন্য ৩১-০১-২০২০ ইং তারিখে হাইকিং ও ডে ক্যাম্পের আয়োজন করে। এই ডে ক্যাম্প তাদের জন্য মজার একটি অ্যাডভেঞ্চার যা ছিলো অজানাকে জানার উদ্দেশ্যে ভ্রমণ। এখান থেকে তাদের অনেক কিছু শেখার ও জানার ছিল।
থিম সং- অজানাকে জানবো,ঘুরে ঘুরে দেখবো।