Graphic Arts Institute Rover Scout Group তাঁবু পরিদর্শন 2020
২৯/১১/২০২০ তারিখ, দীক্ষা ক্যাম্প এর ২য় দিন। এই দিন আমাদের ওয়ার্ম আপ, বিপি পিটি এবং নাস্তা এর পর বলা হয় সকাল ৯.০০ টা তে আমাদের সকলের তাঁবু পরিদর্শন করা হবে। তাই আমরা সকলে নিজেদের তাঁবু এলাকা পরিষ্কার করতে থাকি এবং যেসব গ্যাজেট এবং কাজের জায়গা তৈরি করেছিলাম সেইগুলা ঠিক করতে থাকি। আমরা কিছু কাজের জায়গা বানিয়েছিলাম, যেমনঃ ব্যাগ রাখার জায়গা, কাপড় রাখার জায়গা, ময়লা ফেলার জায়গা, কাপড় শুকানোর জায়গা এবং যেকোনো ময়লাযুক্ত কাজের পর হাত ধোয়া এর জন্য ছোট একটি পুকুর ইত্যাদি। আমরা আরও কয়েকধরণের গ্যাজেট ও তৈরি করেছিলাম, যেমনঃ জুতা রাখার গ্যাজেট, মগ ও প্লেট রাখার গ্যাজেট, খাতা ও মোবাইল রাখার গ্যাজেট ইত্যাদি। যখন তাঁবু পরিদর্শন এর সময় আসে তখন সকলকে কলেজ ড্রেস পরে নিজ নিজ তাঁবু এর সামনে থাকতে বলা হয় এবং সকলকে নিজদের প্যারেড এর অনুশীলন করতে বলা হয়। যখন পরিদর্শক আসে তখন আমাদেরকে বাঁশি এর কোড এর সাহায্যে সতর্ক করে দেওয়া হয়। কারন, পরিদর্শকরা এসে সবার নিজস্ব তাঁবুতে গিয়ে তাদের প্যারেড এবং তাদের তাঁবু এলাকা ও তাদের গ্যাজেটসমুহ পরিদর্শন করবে। তাঁবু পরিদর্শন এর দায়িত্তে যারা থাকবে তারা হলেনঃ
নীহার রঞ্জন দাস ( ঊনিট গ্রুপ সভাপতি )
মোঃ গোলাম মস্তফা ( ঊনিট গ্রুপ সম্পাদক )
মোঃ ওয়াজেদ আলী ( Boys RSL )
গোবিন্দ সাহা ( Boys RSL )
শাহিন আক্তার ( Girls RSL )
তারা সকলের তাঁবু পরিদর্শন করে মারকিং করে এবং একটি দলকে ১ম স্থান উপাধি প্রদান করেন। এভাবে ২য় দিন এবং ৩য় দিন এর গড় মারকিং করে যারা বেশি পয়েন্ট পায় তারা অর্থাৎ সেইদল ১ম স্থান অধিকার করে এবং তাদেরকে Owner Flag দেওয়া হয় এবং এটি তাদের তাঁবু এর উপরে লাগানো থাকে ।