Graphic Arts Institute Rover Scout Group ওয়ার্ম আপ এবং বিপি পিটি 2019

২৯/১১/২০১৯ তারিখ, দীক্ষা ক্যাম্প এর ২য় দিন। সকাল ৬.০০ টা তে আমাদের রিপোরটিং সময় দেওয়া হয়। অর্থাৎ সকাল ৬.০০ টা এর মধ্যে আমাদেরকে তাঁবু গুছিয়ে, সকলকে তৈরি হয়ে রিপোরটিং করতে হবে। তাই আমার দল এর সবাই ঠিক করে সকাল ৫.০০ টা এর সময় উঠে আমরা গ্যাজেট বানাবো, ৫.৩০ মিনিট এ তাঁবু গুছাব এবং ৫.৪৫ মিনিট এর মধ্যে সকলে তৈরি হয়ে ৫.৫৫ মিনিট এ রিপোরটিং করবো। আর আমরা সব কিছু ঠিক সেইভাবেই করলাম। ৬.০০ টা এর মধ্যে সকলের রিপোরটিং করার পর আমরা ওয়ার্ম আপ এর জন্য তৈরি হলাম অর্থাৎ দোড়ানো। আমরা আমাদের কলেজ থেকে শুরু করে জাতীয় বুদ্ধিজীবী চত্তর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করি। আমাদের কলেজ থেকে জাতীয় বুদ্ধিজীবী চত্তর পর্যন্ত এর দূরত্ব ১.৫ কি.মি. । আমরা সবাই মিলে একটি লাইন তৈরি করি এবং সেই হিসেবে যেতে থাকি। বুদ্ধিজীবী চত্তর যাওয়ার পর আমাদের কে সেখানে উপদল ভিত্তিকভাবে লাইন করিয়ে দেয় এবং সেখানে সাধারন পিটি এর ব্যবস্থা করা হয়। তারপর ১০ মিনিট বিশ্রাম এর পর আমাদেরকে সেই একই ভাবে লাইন করিয়ে কলেজ পর্যন্ত নিয়ে যেতে থাকে। তারপর উপদল ভিত্তিকভাবে আমার লাইন আকারে দাঁড়িয়ে যাই। তারপর আমাদের বিপি পিটি শুরু হয়। বিপি পিটি করানো এর দায়িত্তে ৩ জন, তারাই আমাদের সকলকে বিপি পিটি করায় । সাইদুল ইসলাম জয় ( RM ) আইয়ুব মণ্ডল ( RM ) মোঃ জাহাঙ্গির আলম ( Service Man এবং সাংস্কৃতিক সম্পাদক ) আমাদের ৯ ধরনের বিপি পিটি করা হয়। প্রথমে একবার আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় এবং তারপর আমাদের করতে বলা হয়। ১ম বার ভুল হলে তাকে সাবধান করা হয়। ২য় বার ভুল হলে তাকে সামনে নিয়ে শিখিয়ে দেওয়া হয় এবং তারপর করতে বলা হয়। যদি তখন ও তার ভুল হয় বা সে করতে না পারে তবে তাকে শাস্তি দেওয়া হয়। এভাবে আমাদের ৩ দিন এর দীক্ষা ক্যাম্প এ বিপি পিটি এবং ওয়ার্ম আপ চলতে থাকে।
Number of participants
49
Service hours
98
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Global Support Assessment Tool
Good Governance
Partnerships

Share via

Share