Graphic Arts Institute Rover Scout Group বাঁশির কোড সেশন 2019
সকলের তাঁবু তৈরি করে রিপোটিং করার পর সকলকে সেশন এর জন্য ডাকা হয়। আমাদের প্রথম সেশন ছিল বাঁশি এর কোড সেশন। এর সেশন এর পরিচালনা করেন মোঃ জাহাঙ্গির আলম। সেশনে তিনি একটি বাঁশি নিয়ে আমাদের কতগুলো কোড শিখিয়ে দেন। কারন, ক্যাম্প থাকাকালীন অবস্থায় চেচিয়ে সবাইকে একত্রিত করা বা শুধু ARM অথবা RM কে ডাকা অনেকটা কষ্টসাধ্য এবং আপত্তিকর জনক। চাই নির্দিষ্ট কিছু বাঁশির সুর দেওয়া হয়। যেগুলোর কারনে বুঝতে পারব যে কখন কাকে ডাকা হচ্ছে। যেমনঃ
৩ টি ছোট ডাক এবং একটি লম্বা ডাক মানে SRM কে ডাকা।
২ টি ছোট ডাক এবং একটি লম্বা ডাক মানে সকল RM কে ডাকা।
২ টি ছোট ডাক মানে সকল ARM কে ডাকা।
অনেকগুলো ছোট ডাক মানে সবাইকে ডাকা।
এছাড়াও আরও অনেক বাঁশির কোড শেখানো হয়।