GAIRSG আত্মশুদ্ধি 2020
২৯/১১/২০১৯ তারিখ, সন্ধ্যা ৭ টা তে আমাদের সকলকে আত্মশুদ্ধি এর জন্য প্রস্তুত থাকার জন্য বলা হয়। আমাদেরকে বলা হয় যে, বাদ মাগরিব অর্থাৎ মাগরিব নামাজ এর পর আমাদের আত্মশুদ্ধি করানো হবে। আত্মশুদ্ধি বা পবিত্রকরণ হল পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন, পবিত্র ও পরিশুদ্ধ হওয়া বা পবিত্র ও পরিশুদ্ধ হওয়ার কাজ বা প্রক্রিয়া।আত্মশুদ্ধি করা মানে নিজের মনের সকল কু-মনভাবনাকে দূর করা। অর্থাৎ এটি প্রত্যেক ধর্মের মানুশের জন্য শ্রেয়। আত্মশুদ্ধি করার জন্য সকলকে নিজের ধর্মের পবিত্র গ্রন্থের একাংশ পাঠ করতে হয় এবং শপথ গ্রহন করতে হয়। আত্মশুদ্ধি করার পর কারো মনে কোন রকম কু-মনভাব বা কু-চিন্তা থাকা চলবে না। এখানে মুসলমানরা পবিত্র কোরআন মাজিদ থেকে একাংশ পাঠ করে, হিন্দুরা গীতা থেকে একাংশ পাঠ করে এবং হামদ ও নাথ সহ যে যেই ধর্মের সেই ধর্মের গ্রন্থ পাঠ করে। এখানে আমাদেরকে একটি কাগজ দেওয়া হয় এবং তাতে যা লেখা থেকে আমরা সেই জিনিশগুলোর সাথে একমত কিনা তা জানতে চাওয়া হয় এবং শপথ ও পাঠ করানো হয়। এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেনঃ
নীহার রঞ্জন দাস ( ঊনিট গ্রুপ সভাপতি )
মোঃ গোলাম মস্তফা ( ঊনিট গ্রুপ সম্পাদক )
মোঃ ওয়াজেদ আলী ( Boys RSL )
গোবিন্দ সাহা ( Boys RSL )
শাহিন আক্তার ( Girls RSL )
এভাবে আমাদের আত্মশুদ্ধি পরিপূর্ণভাবে সমাপ্ত হয়।