Free Cattle Treatment Camp by Crystal Open Scouts at Lalmonirhat
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Free Cattle Treatment Camp by Crystal Open Scouts at Lalmonirhat

৮ আগস্ট ২০১৯ স্কাউটের চরে আমরা আয়োজন করেছিলাম গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসার। ক্যাম্পটি বসেছিলো স্কুলের পেছনে বাঁশ বাগানে। বন্যার পর গরুর খুরা রোগ হয়। খুরা রোগ না হওয়ার জন্য ভ্যাক্সিন, কৃমির ঔষধ, ছাগলের পাতলা পায়খানা, সর্দি, কৃমির ঔষধ ও ভ্যাক্সিনসহ নানা রোগের চিকিৎসার ব্যাবস্থা ছিল এই ক্যাম্পে। আমরা যখন প্রথম চরে গবাদিপশুর ফ্রি চিকিৎসার জন্য ক্যাম্প করি, সে সময়ের তুলনায় এখনকার ক্যাম্পে গবাদিপশুর সংখ্যা অন্ততঃ পনের থেকে বিশ গুন বেড়েছে। চরতো এখন দেশী ব্ল্যাক বেঙ্গল ছাগলে ভরা। ৯৭ জন মহিলা ছাগল গ্রহীতা । গত চার বছরে এদের প্রায় সকলে ছাগল বেচে গরু কিনেছে। সেই গরুর, ছাগলেরও বাচ্চা হচ্ছে। সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। একজন ভ্যাটেনারী সার্জন এর নেতৃত্বে আরো দুই জন সহকারী এক জন উপ সহকারী চিকিৎসক এই ক্যাম্পে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়েছেন। আমরা এই চিকিৎসকগন তথা জেলা পশু সম্পদ কর্মকর্তার কাছে ঋনী এই জন্য যে তাঁদের কারনেই অত্যন্ত সুলভে এই ক্যাম্পের আয়োজন করা গেছে এবং এই সফল ক্যাম্পের স্টোরি এপিআর মিডিয়া টীম ধারন করে নিয়ে গেছে সারা পৃথিবীকে দেখাবে বলে। যদি গবাদিপশু দিয়ে উন্নয়ন মাপা হয়, তাহলে স্কাউটের চরের মানুষের উন্নয়ন স্কাউটিং এর মাধ্যমে দ্রুত হয়েছে বলেই প্রমাণিত হবে। আল্লাহ আমাদের সহায় হোন। #SDGsbyCrystal #Scout4SDGs
Number of participants
100
Service hours
200
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety

Share via

Share