একাত্তর ঈদ আনন্দ ।

একাত্তর ঈদ আনন্দ ।

একাত্তর ঈদ আনন্দ -২০২০| গত বছরের ডিসেম্বরে Ekattur Open Scout Group কুটিরচরে স্থাপন করে "একাত্তর কুটিরচর প্রাথমিক বিদ্যালয়" নামে একটি স্কুল। ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি চর এলাকা হচ্ছে কুটিরচর, যা ব্রহ্মপুত্র নদীর সীমানায় অবস্থিত। ভৌগোলিক কারণেই এই এলাকার মানুষ প্রতিবছর বন্যার কবলে শিকার হয়। অতি দারিদ্রতা ও জীবনের সাথে সংগ্রাম করা এই অঞ্চলের মানুষের নিত্যদিনের অভ্যাস। বালুময় এই অঞ্চলে নেই বিদ্যুতের ব্যবস্থা, কুপির আলোতেই তাদের চাঁদরাত আর বানের জলের নিচে তারের ঈদ। প্রকৃতির সাথে লড়াই করা এই অঞ্চলের মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারাটা সৌভাগ্যের। স্কুলের শিক্ষার্থীদের জন্যে স্কুল ইউনিফর্ম, অভিভাবকদের জন্য শাড়ি,লুঙ্গি ও গামছা, নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ও একটি গরু কোরবানির ব্যবস্থা করে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ দিন স্কুলের শিশুদের সাথে সময় কাটানো হয়। ঈদ উপহার বিতরনের পর এক শিশু বলে উঠলো "ইয়ে.. আজগে মাংস দিয়া ভাত খামু" এই একটি শব্দই হচ্ছে আমার এবারের ঈদ। ৪০০+৪০০ কিলোমিটারের ৯+১০ঘন্টার জার্নি যেন এক নিমিষেই এই শিশুটির কথার কাছে তুচ্ছ।
Started Ended
Number of participants
50
Service hours
300
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Partnerships
Growth
Communications and Scouting Profile

Share via

Share