একাদশ জাতীয় রোভার মুট-২০১৭
বাংলাদেশ স্কাউটস প্রতি চার বছর অন্তর জাতীয়
রোভার মুট আয়োজন করে থাকে। ২০১৩ সালে দশম
জাতীয় রোভার মুট পঞ্চগড় জেলার দেবীগঞ্জে
আয়োজন করা হয়। এতে ৬,৫০০ জন অংশগ্রহণ করে এবং
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোভার মুটের শুভ
উদ্বোধন ঘোষণা করেন।
এবার একাদশ জাতীয় রোভার মুট ২০১৭ সালের
জানুয়ারি মাসে (২৫-৩১জানুয়ারি) গোপালগঞ্জ
জেলায় অনুষ্ঠিত হয় ।
আগামী ২৬ জানুয়ারি ২০১৭ গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা এই মুট উদ্বোধন করেন।
এই মুটে ১০০০টি ইউনিট ও ১০০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক সহ মোট
১০,০০০ জন অংশগ্রহন করবে ।
সার্কভুক্ত দেশ থেকেও রোভাররা এই মুটে অংশগ্রহণ
করেন।