Dikkha Onushthan-2020
সমতট করোনা প্যানডেমিকের মধ্যেও থেমে থাকে নি। অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে গিয়েছে। এরই ফল স্বরুপ রোভার এবং গার্ল ইন রোভার মিলিয়ে প্রায় ৩৫ জন সদস্য দীক্ষার জন্য প্রস্তুত।
গত ০৪ ডিসেম্বর,২০২০ আমাদের দীক্ষার প্রদান করা হয়েছে। যারা সুস্থ আছেন, আপনাদের সকলে এই দিনে উপস্থিত ছিল।