Profile picture for user gbcrubel_1
Bangladesh

ঢাকা জেলা রোভার এর প্রথম অনলাইন নিবার্হী কমিটির মিটিং - ২০২০

আজ অনলাইন মিটিং এপ্স জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের নির্বাহী কমিটির মিটিং। মিটিং এ উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা রোভার এর সভাপতি আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এছাড়া ও উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সহ-সভাপতি, কমিশনার,কোষাধ্যক্ষ, সম্পাদক সহ অনান্য নির্বাহী সদস্য। এখানে আরো কিছু রোভার লিডার ও অংশগ্রহন করেন। মিটিং এ মহামারী করোনা ভাইরাস নিয়ে ঢাকা জেলা রোভারের কার্যক্রম ও করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহামারী করোনা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ সময় সাহায্যর জন্য ৩৪১ জন রোভার ও রোভার লিডার দের তালিকা তৈরি করা হয়। এবং বাংলাদেশ স্কাউটস থেকে ও তাদের জন্য হ্যান্ড গ্লোবস,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও কিছু পিপিই প্রদান করা হয় ও কাজ শুরু হলে বন্টন করতে বলা হয়। মিটিং এ বাংলাদেশের স্কাউটস এর নির্দেশ অনুযায়ী, রোভার ও রোভার লিডাররা, করোনা ভাইরাস সম্পর্কিত প্রতিটি ইউনিটকে, অনলাইনে ক্রু - মিটিং আয়োজন করা, বাংলাদেশের স্কাউটস পরিপত্র অনুযায়ী প্রোগ্রামে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।এছাড়াও মিটিং এ আলোচনা করা হয় বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ঢাকা জেলা রোভারের রোভার ও লিডারদের কিভাবে নিজ বাসায় অনলাইন এ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করা যায়। মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয় মহামারী করোনায় প্রভাবে রোভার ও লিডাররা যখন কিছুটা ফ্রী সময় পাচ্ছে তাদের ভাষা শিক্ষা কোর্স, গ্রাফিক্স এর কাজ, রচনা প্রতিযোগিতা ইত্যাদি সর্ম্পকে প্রশিক্ষণ এর মাধ্যমে আরো দক্ষ করে তোলার। এছাড়াও মিটিং এ আলোচনা করা হয় যে আমাদের যারা রোভার সদস্য রয়েছে, যারা সম্যাসায় রয়েছে কিন্তু কারো কাছে বলতে পারছে না তাদের গোপনে সাহায্য করার বিষয়ে।এরকম আরো নানা কার্যকর আলোচনা করা হয় মিটিং এ। মিটিং এর শেষের দিকে দেশের এই পরিস্থিতি নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিটিং সমাপ্ত ঘোষণা করা হয়।
Number of participants
80
Service hours
160
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Partnerships

Share via

Share