ঢাবির ৫২ তম সমাবর্তনের গাউন বিতরণে ঢাবি রোভারদের স্বেচ্ছাসেবা

বিগত ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তনের গাউন বিতরণ উৎসব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি তে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আবু সাঈদ লিয়নের নেতৃত্বে রোভাররা স্বেচ্ছাসেবা প্রদান করে গ্রাজুয়েটদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর গ্রাজুয়েটদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজগুলোর গ্রাজুয়েটদের এবং সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই গাউন বিতরণ করা হয়। এই সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে শিক্ষার্থীরা তাদের কার্যক্রমগুলো পালন করে। এই সময় শিক্ষার্থীদের ৫২তম সমাবর্তন উপলক্ষ্যে গাউন,হ্যাটসহ বিভিন্ন গিপ্ট প্রদান করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটরা এবং রেঞ্জার ইউনিট গাউন বিতরণ উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার এবং গার্ল ইন রোভাররা যথাযথভাবে তাদের কার্যক্রম পালন করে।
Started Ended
Number of participants
10
Service hours
60
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Growth
Partnerships
Legacy BWF

Share via

Share