ঢাবি রোভার স্কাউট গ্রুপের ভিটামিন"এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২০২০
বিগত ১১ জানুয়ারি ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন পরিচালনা করে । এই ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব ড. মোঃ আখতারুজ্জামান । তিঁনি আবাসিক শিক্ষকদের কোয়ার্টার এর এক শিশুকে ভিটামিন"এ " ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন এর শুভ সূচনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন আরম্ভ করা হয়। তাঁদের নিযুক্ত স্বাস্থ্যকর্মী রোভারদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্যাপসুল,টিস্যু, কাচি,ব্যানারসহ যাবতীয় প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এর ১২ টি এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এই ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর জিয়া হল প্রাঙ্গনে, শহীদুল্লাহ হল প্রাঙ্গনে,শহীদ গিয়াস উদ্দিন আবাসিক শিক্ষক কোয়ার্টার, কুয়েত-মৈত্রী হল প্রাঙ্গনে, নিউ মার্কেট ১নং গেট, কার্জন হল, জগন্নাথ হলসহ ১২ টি স্থানে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোভার স্কাউটরা এই সেবাদান কার্যক্রম পরিচালনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জনাব আবু মুছার যোগ্য নেতৃত্বে ২৪ জন চৌকস এবং অত্যন্ত দক্ষ রোভার এই ভিটামিন"এ" ক্যাপসুল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং সফলভাবে এই ক্যাম্পেইন সম্পন্ন করে।