Day Camp 2021 by Birol Govt. College Rover Scout Group, Dinajpur.
#ডে_ক্যাম্প_২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপনে নতুন ২৪ জন রোভারকে সাথে নিয়ে বিরল সরকারি কলেজ ক্যাম্পাসে বিরল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এবং ব্যবস্থাপনায় ২৪ মার্চ তারিখ দিনব্যাপি
"মুজিব বর্ষে রোভারিং করি,
মাদক মুক্ত সমাজ গড়ি"
এই প্রতিপাদ্য বিষয়ে "ডে-ক্যাম্প ২০২১" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল হক সম্পাদক,
বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার,
বিশেষ অতিথি
মো.সাজ্জাদ হোসেন সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার।
বিরল সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো.লতিফুর রহমান পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ প্রভাষক(বাংলা) ও গ্রুপ সহ-সভাপতি বিরল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, দিনাজপুর। আরও উপস্থিত ছিলেন জনাব মমতা রানী রায় গার্ল-ইন রোভার স্কাউট লিডার এবং মো.রাসেদুল ইসলাম সিনিয়র রোভার মেট...