Profile picture for user samin yasar zaman
Bangladesh

দিনমজুর শ্রমিকদের ইফতার (খাবার) বিতরণ

দিন মজুর মানুষ যারা খাবার কিনে খেতে পারে না তাদের জন্য আমাদের কিছু করার চিন্তা থেকে আমাদের এই কাজ করার ইচ্ছা হয়।

আমরা যারা প্রতিদিন নিয়মিত খাবার পাই, হয়তো বুঝতে পারি না যে কিছু মানুষ দিনের শেষে একবেলার আহারের জন্য কত সংগ্রাম করে। এই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিই এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু ইফতার এর ব্যবস্থা করে নিজেরা ৬০ প্যাকেট করি।ব্যাগ এ করে সুন্দর করে বেধে বের হই এবং রিকশাওয়ালা, গার্মেন্টসকর্মী,অসহায় মানুষদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।

এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, ছোট একটি উদ্যোগও কারো জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আমরা সবাই চাইলেই আমাদের অবস্থান থেকে যতটুকু পারি, ততটুকু করে এগিয়ে আসতে পারি। এই সমাজ আমাদের সকলের, আমাদের একটু যত্ন, ভালোবাসা আর সহানুভূতিতেই গড়ে উঠতে পারে এক মানবিক পৃথিবী।

Started Ended
Number of participants
20
Service hours
20
Beneficiaries
180
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Humanitarian action

Share via

Share