দীক্ষা ক্যাম্পিং
6 মাস সহচরে থাকার পর আমরা 28 শে নভেম্বর তিন দিনের জন্য দীক্ষা ক্যাম্প অংশগ্রহণ করি।
৩ দিন আমরা বিভিন্ন সেশনের ক্লাস করি সিনিয়রদের থেকে বিভিন্ন জিনিস শিখি।
তাবু জলসা ও হয়েছিল। প্রতিদিন তিনবার করে আমাদের তাবু এরিয়া পরিদর্শন করা হয়েছিল। আমরা এটা তাবুর জন্য বিভিন্ন ধরনের গেজেট তৈরি করেছিলাম।
তিন বেলারি খাবার আমরা সব সদস্যরা একসাথে বসে খাই।
আমরা তিনদিনের দীক্ষা ক্যাম্প এর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি।সর্বশেষ আমরা 30 নভেম্বর 2019 সালে দীক্ষা গ্রহণ করি।