দীক্ষা অনুষ্ঠান ২০১৯
কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিট এবং গার্লস ইন নৌ রোভার ইউনিটের ভিজিল ও দীক্ষা অনুষ্ঠান ২০১৯ আজ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর সম্মানিত জেলা সচিব কমান্ডার নূরে আলম ছিদ্দিকী স্যার।আরো উপস্থিত ছিলেন কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের সম্মানিত জেলা রোভার লিডার মন্জুরুল ইসলাম স্যার।ইউনিট লিডার মীর জিল্লুর রহমান স্যার সহ কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর লিডারবৃন্দ।এতে নতুন রোভারদের সদস্য ব্যাজ,স্কার্ফ ও অ্যাপুলেট পরিয়ে দেওয়া হয়