
ডেঙ্গু নিধোন প্রোজেক্ট
১৩/১০/২০১৯ তাং কুষ্টিয়া জেলা রোভারের সভাপতি জনাব,আসলাম হোসেন (ডিসি) স্যারের নির্দেশে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভাররা পরিদর্শন করে এবং রিপোর্ট করে,, পরিদর্শনের বিষয় ছিল প্রতিষ্ঠানের আঙ্গিনা কেমন পরিষ্কার, কোথাও পানি জমে কি না, ক্লাসরুম কেমন ইত্যাদির উপর জেলা প্রশাসন কে রিপোর্ট দেওয়া হয়।