ডে ক্যাম্প ২০২০

৩০ অক্টোবর ২০২০ তারিখে অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপ, ঝিনাইদহের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে সকাল ৮ঃ৩০ এর সময় উপস্থিতি ও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।এর পর হাইকিং এর মাধ্যমে পরবর্তী স্টেশনে পৌছে তিনটি উপদল গ্রুপ সভাপতি ও রোভার স্কাউট লিডার জনাব Munshi Md Abu Zafor স্যার এর নিকট রিপোর্ট করে।উপদল সমুহ হলোঃ ১ঃমাস্ক,,২ঃলকডাউন,,৩ঃহ্যান্ড স্যানিটাইজার এর পর বিভিন্ন রকম যানবাহন, পায়ে হেটে,সাকো পারাপারের মাধ্যমে রোমাঞ্চকর একটা ভ্রমনের মাধ্যমে সকলে লক্ষনদিয়া গ্রামের গাছ বাড়িতে পৌছে।প্রায় পাঁচ হাজার(৫০০০) প্রজাতির বিভিন্ন উদ্ভিদ দিয়ে বাড়িটি সজ্জিত।এরপর দুর্গম পথ অতিক্রম করে সকলে শৈলকুপা উপজিলার মনহোর পুর গ্রামে,বিখ্যাত কবি গোলাম মোস্তফার বাগান বাড়ি তে উপস্থিত হয়।(স্কাউটের প্রার্থনা সঙ্গীত তার ই রচয়িত) অগ্রনী মুক্ত স্কাউট গ্রুপ,ঝিনাইদহ
Number of participants
30
Service hours
330
Topics
Youth Programme
Youth Engagement
Growth
Good Governance

Share via

Share