CLIMATE WEEK

“বৈশ্বিক জলবায়ু অবরোধ সপ্তাহ” জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সংকট উত্তরণে আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বের শিশু ও তরুণরা ২০শে সেপ্টেম্বর,২০১৯ থেকে ২৭শে সেপ্টেম্বর,২০১৯ পর্যন্ত “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উইক” বা “বৈশ্বিক জলবায়ু অবরোধ সপ্তাহ” ঘোষণা করেছে। এরই লক্ষ্যে ভোলার বিভিন্ন সামাজিক সংগঠন মিলে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ২২ সেপ্টেম্বর (রবিবার) সকলে সকল স্কুল কলেজের শিক্ষার্থী ও তরুনদের অংশ গ্রহনে পদযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালী, স্কুলে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, সচেতনতামূলক প্রদর্শনী ও বিতর্ক কার্যক্রম। জলবায়ু পরিবর্তনের শিকার দেশ হিসেবে বাংলাদেশে এই ধরনের আন্দোলন আমাদের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখিত কর্মসূচিসমূহ ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে বলে আমরা আশা প্রকাশ করছি।
Number of participants
215
Service hours
645
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile

Share via

Share