চতুর্থ জাতীয় কমডেকা, ২০০৭(৩ পর্ব)
বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত চতুর্থ জাতীয় কমডেকা, কক্সবাজারে ২০০৭ সালের মার্চ ০৩-০৭ ইং তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত কমডেকায় আমি কেন্দ্রীয় প্রদর্শনী ব্যবস্থাপনা কার্যক্রমের সহকারী ইনচার্জ হিসাবে কাজ করেছিলাম, ঐ কেন্দ্রীয় প্রদর্শণী ব্যবস্থাপনার ইনচার্জ হিসাবে ছিলেন জনাব জামাল উদ্দিন শিকদার, জাতীয়-উপ-কমিশনার (স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস।
উক্ত কমডেকায় কেন্দ্রীয় প্রদর্শনী পর্যবেক্ষণ করার জন্য প্রতিটি দিন প্রায় ৩০০ এর উপর স্কাউট ও রোভারগন পর্যাবেক্ষনে আসতেন।
কেন্দ্রী প্রদর্শনী ব্যবস্থাপনা করার জন্য মোট কর্মকর্তা ছিলেনঃ ০৬ জন।
আমাকে উক্ত কমডেকায় কর্মকর্তা হিসাবে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।